AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ


Ekushey Sangbad
নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ
০৪:২৯ পিএম, ২১ নভেম্বর, ২০২৩
নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

নবীগঞ্জ উপজেলা বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। 

নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ও বিষয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার, সাংবাদিক মো: সফিকুল ইসলাম নাহিদ, সপন রবি দাশ প্রমুখ উপকারভোগী কৃষকেরা। 

২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

নবীগঞ্জ উপজেলায় ৪৭ হাজার ৪ শত ৪৭ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বিজ, এবং ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বিজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!