২০২২-২৩ সালের জন্য সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পেলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীক।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেন।
শাহজাহান কবীর নৌ-কমান্ডো ছিলেন। চাঁদপুর নৌবন্দর ছাড়া আরও কয়েকটি অপারেশনে তিনি অংশ নেন। উল্লেখযোগ্য অপারেশনে অংশ নিয়েছিলেন চাঁদপুরের এখলাসপুর ও মোহনপুরে।
একুশে সংবাদ/ব.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :