AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙ্গাশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
০৯:১৪ পিএম, ২৩ নভেম্বর, ২০২৩
পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙ্গাশ

চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। পরে মাছটি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরের রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে। পরে পাঙ্গাশটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনে নেন।

মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙ্গাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে আসেন এক জেলে। পরে সেটি নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা দেয়া হয়।

মাছের ক্রেতা আকবর জানান, পাঙ্গাশ বড় হলে চাহিদা বাড়ে। পরবর্তীতে এটি কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসে না। পাঙ্গাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!