AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে রাত্রি কালিন হাডুডু খেলা পরিচালনায় অসদাচরণের অভিযোগ


ভূরুঙ্গামারীতে রাত্রি কালিন হাডুডু খেলা পরিচালনায় অসদাচরণের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটেশ্বরী বাজার সূধী সমাজ কর্তৃক  আয়োজিত  রাত্রি কালিন হাডুডু খেলা পরিচালনায় অসদাচরণ সহ নানা অভিযোগ  অঠেছে। 

শুক্রবার ২৪ নভেম্বর আয়োজিত রাত্রি কালীন হাডুডু টুর্নামেন্টে ১ নং ওয়ার্ড বনাম ২ নং ওয়ার্ডের  হাডুডু খেলা হয়। ১:১ সিটে ড্র হয়। খেলার শেষ সময় ১ নং ওয়ার্ডের ৬ জন এবং  ২নং ওয়ার্ডের ৪ জন খেলোয়াড়  থাকা অবস্থায়   খেলার সময়  সমাপ্তি ঘটে।  

১নং ওয়ার্ডের খেলোয়াড় দল  গনমাধ‍্যম কে জানায়, খেলা চলাকালীন  সময়ে তাদের  সাথে অসদাচরন পূর্বক এক জন  খেলোয়ার (সুজন) কে  হলুদ কার্ড দেয় এবং   (আনোয়ার ) কে দুই মিনিট  মাঠের বাহিরে রাখা সহ  তারা পয়েন্টের বিজয়ী হওয়ার পরেও  তাদেরকে বিজয় ঘোষনা না করে খেলা ড্র ঘোষণা করে। 

 ১নং ওয়ার্ডের ডোনার মোঃ মজনু মিয়া বলেন  আমার দল ইতিমধ্যে  দুই দলের সাথে খেলে বিজয়ী হয়ে  সেমিফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেছিলো। আজকে খেলা পরিচালনা কমিটি  আমাদের  সাথে অসদাচরণ করেছে। এসব বিষয় নজরে এনে সঠিক  বিচার  না করা পযর্ন্ত  আমার দল খেলায় অংশগ্রহণ করবে না।

খেলা পরিচালনা কমিটির কাছে গনমাধ‍্যম কর্মী  এ বিষয়ে  জানতে চাইলে তারা বলে আমরা এ বিষয়ে  কোনো  কথা বলবো না। খেলার সাথে যারা জরীত তাদেকে পরে জানিয়ে দিব।

রোববার (১২ নভেম্বর ) রাত ৯ টায় ভূরুঙ্গামারী  উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে উত্তর পাশে এ হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। 

একুশে সংবাদ/এস কে 

Link copied!