রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে ১২.২ গ্রাম হেরোইনসহ ৩ মাদক করবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মো. মহরম শেখ এর ছেলে মো. রাসেল শেখ (২৬), গোয়ালন্দ উপজেলার চর কর্নেশন এলাকার মো. সাফাই খাঁ`র ছেলে মো. নোয়াই খাঁ (২৭) ও দৌলতদিয়া বাজার এলাকার মৃত জলিল খাঁ`র ছেলে মো. সেলিম খাঁ (৪০)। এদের মধ্যে মো. রাসেল শেখ এর নিকট থেকে ৫.২ গ্রাম, মো. নোয়াই খাঁ`র নিকট থেকে ৪ গ্রাম ও মো. সেলিম খাঁ`র নিকট থেকে ৩ গ্রাম হেরোইনসহ মোট ১২.২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
থানা সূত্রে জানাযায় শুক্রবার (২৪ নভেম্বর) উপজেলার দৌলতদিয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা কালে ১২.২ গ্রাম হেরোইন সহ তাদেরকে গ্রেপ্তার করে।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :