রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্নগেট কাজলা এলাকায় পাটকাঠি ভর্তি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সোয়া ২ টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে চিহিৃত করতে পারেনি পুলিশ।
মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, রাত সোয়া দুইটার দিকে রাজশাহী মহানগরীর দিক থেকে পাটকাঠি ভর্তি একটি ট্রাক বাগমারার উদ্দেশ্যে যাচ্ছিলো। রাস্তাটির সংস্কার কাজ চলমান থাকায় প্রত্যেকটি যানবাহন ধীর গতিতে চলে। এসময় রাতে দৃর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে পুরো ট্রাকটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে অবরোধ সমর্থনকারিরা এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌছায়। তবে কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ এনিয়ে কাজ করছেন বলেও জানান ওসি রুহুল আমিন।
এদিকে ট্রাকে আগুন দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :