AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে মিষ্টির দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি!


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০৬:০২ পিএম, ২৮ নভেম্বর, ২০২৩
শাহজাদপুরে মিষ্টির দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি!

শাহজাদপুরে মিষ্টির দোকানগুলোতে উপেক্ষিত স্বাস্থ্য বিধি। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। দেশের বিভিন্ন শহরে কোথাও খালি হাতে মিষ্টি বিক্রি করতে না দেখা গেলেও শাহজাদপুরের বিভিন্ন বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে খালি হাতে মিস্টি

বিক্রি করতে দেখা যায়। গ্লাবস বা চামচ ব্যবহার না করেই  খালি হাতে প্যাকেটে  

তোলা হয় মিষ্টি। চামচ থাকলেও তা ব্যবহার করতে দেখা যায় না। মিষ্টির পাত্রগুলোতে নেই ঢাকনার ব্যবস্থা। খোলা মিষ্টির উপড় মাছির বিচরণ । বিশেষ করে শাহজাদপুর পৌর শহরের মিষ্টির দোকানগুলোতে নিয়মিত এ চিত্র  দেখা যায়। মোদক , নিউ ধান সিড়ি, সাহা মিষ্টান্ন ভান্ডার,আদি মোদক পাল মিষ্টান্ন ভান্ডারসহ অন্যসব দোকানগুলোতে   এ চিত্র দেখা যায়।

গ্রাহকরা এ ব্যাপারে দোকানিকে প্রশ্ন করা হলে নেই সদুত্তর। 

মঙ্গলবার সরেজমিনে শাহজাদপুর দ্বারিয়াপুর কয়েকটি মিষ্টির দোকানে দেখা যায় খালি হাতে প্যাকেটে তোলা হচ্ছে  মিষ্টি।ঢ়।

খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলো যেমন তালগাছি,বাঘাবাড়ি, পোতাজিয়া  নগড়ডালা,রতনকান্দি, পোরজনা,জামিরতা,খুকনিতেও একই চিত্র। 

গ্রাহকদের অসন্তুষ্টি যেন দেখার কেউ নাই। কর্তৃপক্ষের বাজার তদারকির অভাবেই এমনটা হচ্ছে বলে জনমনে  প্রশ্ন? 

খালি হাতে মিষ্টি প্যাকেট করা,  সরাসরি হাতের স্পর্শ  ঝুকিপূর্ণ উল্লেখ করে  শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মাসুদ রানা বলেন এর ফলে ডায়রিয়া কলেরার সংক্রমণ হতে পারে। স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!