দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে ডা. মুরাদ হাসনসহ সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে দুজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান এই ঘোষণা দেন।
আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, অধক্ষ্য আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা ও বিএনএফ-এর প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, জামালপুর-৪ আসনে দুজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মনোনয়ন পৃথক দুইটি কারণে বাতিল করা হয়। বাকি সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :