AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৬:৪০ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৩
কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

চলতি মৌসুমে সরকারিভাবে জয়পুরহাটের কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান, উপজেলা খাদ্য পরিদর্শক শফিউর রহমান, চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদারসহ চাতাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।    

এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি আমন ধান ৩০ টাকা এবং প্রতি কেজি চাল ৪৪ টাকা তবে আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়।

এবার সরকারি গুদামে সরবরাহ করা চালের মূল্য চাউলকল মালিকদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।

খাদ্য পরিদর্শক শফিউর রহমান জানান, আমন মৌসুমে কালাই খাদ্যগুদাম ৪৪২ মে.টন ধান ও ১ হাজার ৫৪৬ মে.টন সিদ্ধ চাল কেনা হবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


একুশে সংবাদ/আ.স.প্র/জাহা

Link copied!