AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সদর হাসপাতালের তৃতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান জানান, সারা দেশের ন্যায় আগামী ১২ ডিসেম্বর ফরিদপুরের ৯ উপজেলা, ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯শত ৪৫টি টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬শত ৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২হাজার ৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৯৭৫ জন স্বাস্থ্যকর্মীসহ ২৯১৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে মোট ৩৮৯০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করবেন। তিনি বলেন ইতিমধ্যে এ কর্মকান্ড সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে। একই সাথে উক্ত কার্যক্রম সফল করাসহ গণসচেতনতা ও গণসম্পৃক্ততা বৃদ্ধিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।

এর আগে ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ মৃত্যুর ঝুকি কমানোর কথা তুলে ধরে কর্মশালায় ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার আলামিন সরোয়ার। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করে আসছে।


একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

Link copied!