AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় জেঁকে বসেছে শীত


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
০১:০৩ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৩
ভাঙ্গুড়ায় জেঁকে বসেছে শীত

উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়ায় শীত জেঁকে বসতে শুরু করেছে। সকাল থেকে ঠান্ডা বাড়ছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনের আলো।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, গত তিন দিন আগে বৃষ্টির কারণে মানুষ ঠান্ডা অনুভব করছে। ধীরে ধীরে শীত বাড়বে। এদিকে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে রোববার দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভাঙ্গুড়া উপজেলা। মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীরাও শীতে কাবু হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গরম কাপড় পরে লোকজনকে রাস্তায় বের হতে দেখা গেছে। শীতের দাপট থেকে বাঁচতে গরু ছাগলকেও চটের বস্তা মুড়িয়ে রাখা হয়েছে। শীতের কারণে রাস্তাঘাটও বেশ ফাঁকা দেখা গেছে।

উপজেলার শামছুল ইসলাম নামের এক খামারি জানান, শীতের কারণে তার ফ্রিজিয়ান জাতের গরুর খামারে বারতি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের বেলায় খামারে বেশি পাওয়ারের বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক  জানান, উপজেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। গত তিন দিন আগে বৃষ্টি হওয়ার কারণে মানুষ ঠান্ডা অনুভব করছে। তবে এবার শীতকালের স্থায়িত্ব বা ব্যাপ্তিকাল অন্যান্যবারের তুলনায় কিছুটা কম হতে পারে।

একুশে সংবাদ/এস কে

Link copied!