রাজবাড়ীর ৫টি উপজেলায় ১ হাজার ৬৬টি কেন্দ্রে এ-বছর মোট ১ লক্ষ ৩৬ হাজার ২৩৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (১০ ডিসেম্বর) বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জানাগেছে, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) এ-বছর জেলায় মোট ১ লক্ষ ৩৬ হাজার ২৩৪ জন শিশুকে ১ হাজার ৬৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১৬ হাজার ৬৮৭ জন শিশু পাবে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লক্ষ ১৯ হাজার ৫৬৭ জন শিশু পাবে লাল রঙের ক্যাপসুল। এ ক্যাম্পেইনে ২ হাজার ১৩২ জন এতে সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক।
কর্মশালায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটোন এর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :