AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেলের মূল্যবৃদ্ধিতে ভাঙ্গুড়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
০৪:১৯ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৩
তেলের মূল্যবৃদ্ধিতে ভাঙ্গুড়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে

তেলের দাম বেশি থাকায় পাবনার ভাঙ্গুড়ায় এবার আগাম সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকছেন কৃষকেরা। এতে উপজেলার কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাঙ্গুড়া, দিলপাশার, অষ্টমনিষা, মন্ডতোষ, পার- ভাঙ্গুড়া, খানমরিচ ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষার খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার খেতে ফুল আসতে শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে সরিষাগাছ উঠিয়ে শাক হিসেবে বিক্রি করে আবার বীজ বপন করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষার ভালো ফলন পেতে হলে অন্যান্য সারের পাশাপাশি জিপসাম এবং বোরন সার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। ফুল ফোঁটা শেষ হলে এবং তার ১০ দিন পরে দুবার রোভরাল ৫০ ডব্লিউ পি অথবা এমিস্টার টপ স্প্রে করতে বলা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান একুশে সংবাদ. কমকে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। উপজেলায় অন্য ফসলের তুলনায় সরিষার উৎপাদনে খরচ কম হয়। একই সঙ্গে বাজারে ভালো দাম থাকায় চাষিদের দিন দিন আগ্রহ বাড়ছে।


একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!