নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং মহাসড়কে চুরি-ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে এবং মাদক নির্মূল করার লক্ষ্যে আহলাদীপুর হাইওয়ে থানায় রাজবাড়ী হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহন শ্রমিক ও মালিক এবং সুধী জনের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আহলাদীপুর হাইওয়ে থানার হলরুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম এর সভাপতিত্বে ও এসআই জুয়েল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ ফরিদপুর সার্কেল) মো. মারুফ হোসেন।
এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা একান্ত প্রয়োজন। ইতোমধ্যে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস ও থ্রি হুইলার বন্ধ করতে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা কঠোর ভাবে অভিযান পরিচালনা করেছেন। তারা বলেন, মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে থ্রি হুইলার। এছাড়াও ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদান সহ কঠোর ভূমিকা পালন করতে হবে।
সহকারী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, হাইওয়েতে থ্রি হুইলার বন্ধ ও সড়কে চুরি, ডাকাতি ও দুর্ঘটনা যেন আর না হয়, মহাসড়ক দিয়ে মাদক চোরা চালান পাচার যেন না হয় এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :