শেরপুরের শ্রীবর্দীতে বন্যহাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শেরপুর সদরের বাকারকান্দা এলাকার বাসিন্দা হাজী মো. আব্দুল হামিদ (৭০) শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে এসেছিলেন। সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যান তিনি।
এসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্তেজিত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :