রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ৭মার্চ চত্বরে পুষ্পমাল্য অপর্ণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগিত সংগঠন, গোয়ালন্দ ঘাট থানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা।
পুষ্পমাল্য অপর্ণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রওসন আরা, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. সামাদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :