ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের স্মরণে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা “জাগ্রত সদরপুর” শহীদ দেলোয়ার হোসেন ও মোঃ মোশারফ হোসেন স্মৃতিসৌধ চত্ত্বরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আলোকশিখা মোমবাতি প্রজ্বলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা হয়।
সভায় ৭১’এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি তানিয়া আকতার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল, প্রকৌশলী আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা নিটল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।
একুশে সংবাদ/র.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :