পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেনের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব- উল- আলম`র সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা মোকছেদুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ প্রমূখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যাব বলে বক্তারা আশা প্রকাশ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :