ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাগণ এদেশের শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির পিতার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখে যুদ্ধ করে জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র উপহার দিয়েছেন। কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋন পরিশোধ করা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুর ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের,বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম,শাহাদত হোসেন,হাবিবুর রহমান,সহকারী কমিশনার ভূমি শাহানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এর আগে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন। পরে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন এবং অভিবাধন মঞ্চে সালাম গ্রহণ করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :