বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুই কেজি ৩৬০ গ্রাম ওজেনের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
ভারতে পাচারকালে শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে স্বর্ণসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারকালে আতিয়ারকে আটক করা হয়। তার শরীরে অভিনব কৌশলে টেপ মোড়ানো অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়াা হয়েছে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :