নানা আয়োজনে লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সোনাপুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, রামগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামীলীগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
সকাল ৮.৩০ মিনিটে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও শান্তির দূত পায়রা মুক্ত আকাশে অবমুক্ত করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান।
এই দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিজয় দিবসের আলোচনা সভায় ও ৩৫০জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
এই দিকে সকাল ৮.৩০ মিনিটে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও শান্তির দূত পায়রা মুক্ত আকাশে অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মনির হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, সহকারী কমিশনার ( ভুমি) রাসেল ইকবাল, উপজেলা পলিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম,আবুল বাসার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :