জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুইজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গৃরুত্বর আহত ভ্যান চালক রফিকুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম। এছাড়া আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২), মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হতাহতরা একটি ব্যাটারী চালিত ভ্যান যোগে কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লড়ি পিছন থেকে এসে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যান চালকসহ চারজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনের মধ্যে ভ্যান চালক রফিকুলের শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনার পর চালক ও সহকারি পালিয়ে যায়।
কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :