ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৪.৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৪টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :