AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে জমি নিয়ে বিরোধে দুই ভাই নিহত


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৩:৩৬ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৩
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই ভাই নিহত

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সেলিম মুন্সী (৪৪) ও চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী (৫৮) নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম মুন্সী ও তার চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সীর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে সেলিম মুন্সী মহাশ্রাদ্দি নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির অদূরে আসলে আলাউদ্দিন মুন্সী তার দলবল নিয়ে সেলিম মুন্সীর ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম মুন্সী।

পরে বাড়ি গিয়ে মারা যায় আলাউদ্দিন মুন্সী তবে তিনি হামলার স্বীকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন বলেন, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর উপর হামলা করে । ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারবোনা।

বাউফল সার্কেলের পুলিশ সুপার  সাদ্দাম হোসাইন বলেন , আনুমানিক রাত ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, দু‍‍`পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং দুজন মারা গেছে। প্রাথমিক ভাবে তদন্তে দেখতে পাই যে আলাউদ্দিন মুন্সী ও তার দুই ছেলে ছুরিকাঘাত করলে সেলিম মুন্সী ঘটনা স্থানে মারা যায় ।

 কিছুক্ষণ পরে আলাউদ্দিন মুন্সী নিজ বাড়িতে গিয়ে মারা যায় । এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!