পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব নিয়োগ করার পর তাকে পরিকল্পনা বিভাগেই পদায়ন করা হয়েছে। এ নিয়ে প্রশাসনে সিনিয়র সচিবের মোট সংখ্যা হলো ১১ জন।
সত্যজিত কর্মকার ২০২১ সালের ৯ মে সচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ২৬ জুলাই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পান। এরপর তাকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়।
পরিকল্পনা কমিশনে যোগদানের আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
সত্যজিত কর্মকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :