AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপি হলে ভাতা কার্ড নিতে টাকা লাগবে না : মাহি


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
১২:১৫ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
এমপি হলে ভাতা কার্ড নিতে টাকা লাগবে না : মাহি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমি এমপি হলে ভাতা কার্ড নিতে টাকা লাগবে না। যদি মেম্বার, চেয়ারম্যানরা বলে ভাতা কার্ড পেতে ৫ থেকে ৭ হাজার টাকা লাগবে। আমাকে খালি ফোন দেবেন। আমি নিজে এসে কার্ড দেব। কারণ এই অন্যায় তো অনেক আগে থেকে চলে আসছে। এদেরকে সাইজ করতে আমার একটু সময় লাগবে। কারণ এরা অনেক পটু।

 

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। মাহি এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

মাটির রাস্তায় গ্রামবাসীর চলাচলে দুর্ভোগের কথা তুলে ধরে মাহিয়া মাহি বলেন, সরকারিভাবে রাস্তা করা অনেক খরচ, সম্ভব হচ্ছে না- এই রকম যদি বিষয় থাকতো, তাহলে জমিদার সাহেবের (সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী) তো অনেক টাকা। উনি চাইলে নিজেও করে দিতে পারেন। আর যায় হোক কয়েকটা ইট বিছিয়ে দিতে পারতেন। সেটাও তিনি দেন নাই।

May be an image of 3 people, fire, lighting and crowd

তিনি বলেন, ১৫ বছরেও কি রাস্তা করা সম্ভব হয়নি। রাস্তার জন্য কত কোটি কোটি টাকা আসে। কিন্তু রাস্তা করে দেন না। কীভাবে করে দেবেন উনি তো জমিদার। জমিদার সাহেব রাজশাহীতে বসে থাকেন। উনি এগুলো দেখেন না।

মাহিয়া মাহি বলেন, এখানে বয়স্ক, মা-বাবা, প্রতিবন্ধীরা আছেন। তারা কি সবাই ভাতা কার্ড পেয়েছেন, এই ভাতা কার্ড কি ফ্রি পেয়েছেন। টাকা দিয়ে ভাতা কার্ড নেয়। ভাতা কার্ড দেয় তো সরকার। টাকা নেওয়ার এরা কারা। এই যে ৭ হাজার, ৫ হাজার টাকার বিনিময়ে কার্ড দেয়, এদের এতো বড় সাহস কোথা থেকে আসে। এগুলো বন্ধ করতে হবে।

রাজশাহী-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী মো. আখতারুজ্জামান। তিনি সরে গিয়ে কাঁচি প্রতীকের গোলাম রাব্বানীকে সমর্থন দিয়েছেন। আসনটিতে মাহিয়া মাহি ছাড়াও টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!