AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার


ফরিদপুরে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে জনসভার অংশগ্রহন করবেন  । তার আগমন ঘিরে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 প্রস্তুত করা  হয়েছে মঞ্চ ।সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে পাঁচস্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দুপুরে ফরিদপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। এখানে এসে প্রথমে মধ্যাহ্ন ভোজ এবং পরে বেলা তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 সরেজমিনে গিয়ে  দেখা যায়, শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও আনসার সদস্যরাসহ আইন শৃঙ্খলা বাহিনী।

সমাবেশস্থলে দেখা গেছে, তিনটি গেট দিয়ে নেতা-কর্মী-সমর্থক ও স্থানীয় জনসাধারণের প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তা দেখা গেছে। প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে আরও একটি গেট।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি র‌্যাব, এসএসএফ, ডিজিএফআই ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!