AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক


Ekushey Sangbad
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:৩৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৪
চট্টগ্রামের বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ রাউন্ড কার্তুজসহ ০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী নুর মোহাম্মদ(৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত সন্ত্রাসী অস্ত্রধারী নুর মোহাম্মদ উপজেলার হাজীরখীল গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

সোমবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার সময় উপজেলার সরল বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক ২২.৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল বাজার এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামি নুর মোহাম্মদ (৩৮), পিতা-মৃত শামসুল ইসলাম, সাং-হাজীরখিল, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বড় বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ০৩টি আগ্নেয়াস্ত্র এবং ০৫ রাউন্ড কার্তুজসহ আসামিকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামি নুর মোহাম্মদ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে জব্দৃকত অস্ত্র ব্যবহার করে আসছিল বলে জানিয়েছে। পরে র‌্যাবের আভিযানিক টিম আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করেছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!