AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৌকার প্রার্থীকে উঠিয়ে নেওয়ার অভিযোগ, মুক্তিজোট নেতা আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৬:৪৩ পিএম, ২ জানুয়ারি, ২০২৪
নৌকার প্রার্থীকে উঠিয়ে নেওয়ার অভিযোগ, মুক্তিজোট নেতা আটক

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আব্দুল আজিজকে জনসভা চলাকালে ‘উঠেন আপনি, কীসের এমপি হয়েছেন’ বলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম প্রামাণিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ভূইয়াগাতিতে নির্বাচনি জনসভা চলাকালীন এ ঘটনা ঘটে। আটক নুরুল ইসলাম প্রামাণিক মুক্তিজোটের নেতা বলে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘নুরুল ইসলাম প্রামাণিক এসে ডা. আব্দুল আজিজের সঙ্গে অশালীন আচরণ করেন এবং মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে সলঙ্গা থানায় পাঠায়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়াকি–টকি উদ্ধার করা হয়। নুরুল ইসলাম সিরাজগঞ্জ-৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম কর্মী বলে জানা গেছে।’


সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘এ ঘটনার প্রেক্ষিতে আমরা নুরুল ইসলাম প্রামাণিককে আটক করে সলঙ্গা থানায় পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।’

আটক নুরুল ইসলাম প্রামাণিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই–বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!