কৃষি অফিস নবীগঞ্জ উপজেলার আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ প্রকল্প এর আওতায়, কৃষি অফিস নবীগঞ্জ উপজেলায় ০১ জানুয়ারী ২০২৪ দুপুর ০২ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং কৃষকবৃন্দ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলা বোরো ধানবীজ উৎপাদনকারী ১০ টি কৃষক গ্রুপের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে নবীগঞ্জ উপজেলায় ২০১৯-২০ অর্থবছর থেকে এখন পর্যন্ত আউশ, রোপা আমন ও বোরো ধানের মোট ২৫ টি কৃষক গ্রুপে গঠিত হয়েছে।
গঠিত কৃষক গ্রুপের মাধ্যমে উচ্চফলনশীল আধুনিক জাতের ধান বীজ, উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।
এর ফলে নবীগঞ্জ উপজেলায় উচ্চফলনশীল আধুনিক জাতের সম্প্রসারণ হচ্ছে, কৃষক উদ্যোক্তা তৈরী হচ্ছে, এবং কৃষক উপকৃত হচ্ছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :