ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)দিবাগত রাত ৯টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে।
অটোরিকশা চালক ফরিদ মিয়া (১৭) উপজেলার চরভেলামারী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে অটোরিকশা চালক ফরিদ মিয়ার বাড়িতে গিয়ে ফরিদ মিয়া ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, ফরিদ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার একজন চালক। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করেন।
ফরিদ মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯ টার দিকে চরবেতাগৈর ইউনিয়নের
আতাউরের মোড়ে যাত্রীবেশে ৩ জন তার অটোরিকশার কাছে আসেন। ৩ যাত্রী আতাউরের মোড় থেকে চরভেলামারী ছফির উদ্দিন মৌলভী(ভুট্রো মৌলভীর) বাড়ি যাওয়ার কথা বলে আপডাউন ২০০ টাকায় ভাড়া নেয় ফরিদ মিয়ার অটোরিকশাটি। এরপর ফরিদ মিয়া তাঁর অটোরিকশায় যাত্রীদের নিয়ে চরভেলামারী হাওরে পৌঁছুলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা তাদের মোবাইলের চার্জার মাটিতে পড়ে গেছে বলে জানায় এবং অটোরিকশা থামাতে বলে।
এ সময় তিন ছিনতাইকারী অটোরিকশা চালক ফরিদের মুখ চেপে ধরে।তিনজনে মিলে তাকে হাতেপায়ে বেঁধে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
অটোরিকশা চালক ফরিদ মিয়া বলেন,তিনজনে ভাড়ার কথা বলে আমার হাত পা বেঁধে অটোরিকশাটি নিয়া গেছে।আমি গরীব মানুষ।২ লাখ টাকা লোন নিয়া এই অটোরিকশাটি কিনছি। এটার আয় দিয়েই আমার সংসার চলতো। অহন আমি কিভাবে চলবাম।আমি বড় অসহায় হয়ে পড়ছি।
অটোরিকশা চালক ফরিদ মিয়ার পিতা আফাজ উদ্দিন বলেন,আমার ছেলে অটোরিকশা চালাইয়া সংসার চালাইতো।এই অটোরিকশাটি ছিনতাই কইরা নিয়া গেছে।অহন কিভাবে চলবো আমরার সংসার।আমি এর বিচার চাই।
স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন,ফরিদ মিয়ার অটোরিকশাটি ছিনতাই হওয়ার বিষয়টি
আমি জেনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি আমি ওসিকে জানাবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :