AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট আ্যটাকে মৃত্যু


মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট আ্যটাকে মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়মনগরের ১নং ওয়ার্ড়ের পূর্ব সৈয়দবাড়ি মাস্টার পাড়ার আবাসিক এলাকায় মা লায়লা বেগম (৭০) এর মৃত্যুর খবর শুনে আধ ঘন্টার মাথায় হার্ট আ্যটাকে ছেলে মো.রেজাউল করিম (৪৫) মারা গেছেন। 

জানা যায়, ওই একই এলাকার বাসিন্দা মরহুম আবুল হাসেমর স্ত্রী লায়লা বেগমের ৬ ছেলে ও ২ মেয়ে সন্তানের মধ্যে নিহত সৌদি প্রবাসী রেজাউল করিম তৃতীয় ছেলে তার পরিবারে ২টি কন্যা সন্তান রয়েছে। 

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, রেজাউল করিমের মা বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান। মায়ের মৃত্যু হয়েছে এমন খবর শুনে রাত ১০টার দিকে হার্ট আ্যটাক করেন ছেলে।

তিনি আরও বলেন, পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানা যায় ছেলে ও মাকে আগামীকাল বৃহস্পতিবার পাগলা মামা মাজার প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, রেজাউল করিমের বাবা ২ মাস আগে মারা গিয়ে ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!