দলীয় কোন পদ নাই। শুধুমাত্র নৌকাকে ভালবেসে সারা গায়ে নৌকার পোস্টার লাগিয়ে বৃহস্পতিবার মহেশপুরের নৌকার নির্বাচনী সভায় প্রচারণা চালাতে দেখা যায় তাকে। তিনি উপজেলার নেপা গ্রামের বদর উদ্দিনের ছেলে ফজলুর রহমান। নৌকাকে ভালবেসে আমৃত্যু এমন প্রচারনা চালাবেন বলে দাবিও করেন তিনি।
জানা যায়, ফজলুর রহমান (৫৩)। পিতা বদর উদ্দিন। সে মহেশপুর উপজেলার নেপা গ্রামের বাসিন্দা। নৌকাকে ভালবেসে তিনি ১৯৭১ সাল থেকে নির্বাচন এলে, নিজ থেকে এমন প্রচারণায় নেমে পড়েন। সংসার জীবনে তিনি ১ ছেলে ২ কন্যা সন্তানের জনক।
দলীয় কোন পদ নাই। তারপরও নির্বাচন এলে এমন সাজ সেজে ভোটের প্রচারনা চালিয়ে বেড়ান।
বৃহস্পতিবার বিকেলে ছিল মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেজর জেনারেল অবঃ সালাহ উদ্দিন মিয়াজির নির্বাচনী জনসভা। মিছিলে মিছিলে যখন মুখর ছিল,জন সভার মাঠ,ঠিক সে সময় সবার নজর কাড়ে নেপা গ্রামের ফজলুর রহমান।
তাঁর সারা গায়ে সাটা ছিল সালাহ উদ্দিন মিয়াজির ছবি সম্বলিত নৌকা প্রতিকের পোস্টার। মুখে ছিল নৌকার শ্লোগান। আর হাতে ছিল কিছু নৌকার হ্যান্ড বিল। যা তিনি মানুষের মাঝে বিলি করছিলেন। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে, তিনি বলেন, দলীয় কোন পদ নাই আমার। শুধুমাত্র নৌকাকে ভালবেসে। নিজ থেকেই নৌকার পক্ষে এমন প্রচারনা চালান।
তিনি বলেন, ১৯৭১ সাল থেকে আমি নৌকাকে ভালবাসি। আর সে থেকে নির্বাচন আসলে প্রচার করে থাকি। সংসার জীবনে ৩ ছেলে মেয়ে আমার।পেশায় দিন মুজুর।
এই প্রচারনায় আপনার কোন আয় রোজগার হয় কিনা,এমন প্রশ্নে তিনি বলেন,আয় রোজগার বিষয় না।নৌকাকে ভালবাসি,তাই প্রচার করি। এ বছরও তিন উপজেলায় আমি প্রচারনা চালিয়েছি। যদি কোন প্রার্থী তাকে খুশি হয়ে কিছু দেন,সেটা আমি নিয়ে থাকি। আর সেটাই আমার আয় রোজগার।
নির্বাচন আসলে নৌকাকে ভালবেসে এভাবে আমৃত্যু প্রচারনা চালাতে চান বলে জানিয়েছেন ফজলুর রহমান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :