বরিশাল-২ আসনে (উজিরপুর-বানরীপাড়া) নৌকার প্রার্থী ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম।
গত বৃহস্পতিবার বিকেলে উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনষ্টিটিউশন মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
এ সময় বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী কমরেড রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী মো.মনিরুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা প্রতীকের বর্তমান কান্ডারি সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি নিজেও নৌকার ভোট চাইছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোনো বিকল্প নেই।
সেই সাথে প্রধানমন্ত্রীর শেখ হাসিনারও কোনো বিকল্প নেই। তাই আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি) থেকে সরে দাঁড়াচ্ছি।
একই সাথে জননেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় ও মহাজোটের প্রার্থী কমরেড রাশেদ খান মেননকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করতে চাই।
তিনি আরও বলেন, যারা নৌকার প্রধানমন্ত্রী দেখতে চান, নেত্রীকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আপনাদের লেখনীর মাধ্যমে বলতে চাই, দেশের এমন কঠিন চ্যালেঞ্জের সময় দলের বৃহত্তর স্বার্থে আমাদের ত্যাগ স্বীকার করা মহত্বের কাজ। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আমার সকল কর্মী ও সমর্থককে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানরীপাড়া) আসনে জয়ী করতে হবে। নৌকায় ভোট দিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিন—এই হোক সবার স্লোগান।
এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মো. ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :