AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন  দগ্ধ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৮:২৩ পিএম, ৮ জানুয়ারি, ২০২৪
গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন  দগ্ধ

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। 

আজ সোমবার (৮ জানুয়ারি) ভোর ৪ টায় উপজেলার মাধবদীর নুরালাপুর ইউনিয়নের গদায়েরচর গ্রামে প্রতিবেশীর অবৈধ গ্যাস সংযোগের পাইপ লিকেজ হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলো, মাধবদী গদায়েরচর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে শামীম (৪০), তার স্ত্রী আকলিমা (৩০), তার বড় মেয়ে সানজিদা (২০), তার ছোট মেয়ে রিয়ামনি (৮) ও তার বড় ভাই গাফফার মিয়া (৪৫)। তাদের ৫ জনেরই শরীরের ১৫ শতাংশেরও বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, সোমবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাবা শামীমের জন্য নাস্তা তৈরি করছিলেন বড় মেয়ে সানজিদা। এ সময় দেয়াশলাই দিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় রান্নাঘরসহ পাশের দুটি ঘরে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই ফেটে যায় একতলা ভবনটির চারপাশ। সেই সাথে রান্নাঘরে থাকা সানজিদাসহ অগ্নিদগ্ধ হন ঘুমিয়ে থাকা পরিবারের বাকি ৪ জন।

পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে সেখানেও তাদের অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন ইউনিটে। এলাকার অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নরসিংদী জেলার তিতাস গ্যাসের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত হালদার সাংবাদিকদের বলেন, দুই বছর আগে আমরা এখানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গিয়েছিলাম। কিন্তু সম্প্রতি কে বা কারা আবারও পুরনো লাইন থেকে সংযোগ নিয়েছে। এই লাইনে লিকেজের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!