ময়মনসিংহের নান্দাইলে পৌরসভা এলাকায় গণপরিবহনে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত এমপি নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম।
মঙ্গলবার (৯ জানুয়ারি)এই নির্দেশনা প্রদান করা করা হয়েছে।এবিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
নির্দেশনায় পৌরসভা এলাকায় সড়ক পথে অটোরিকশা,সিএনজি থেকে চাঁদা আদায় বন্ধ থাকার কথা বলা হয়েছে।তবে শুধুমাত্র নান্দাইল পৌরসভার নির্ধারিত ১০ টাকা টোল আদায় চালু থাকবে।
সড়ক পথে চাঁদা আদায় বন্ধের বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নির্বাচনের পূর্বে অটোরিকশা ও সিএনজি চালকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কথা দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে এই চাঁদা বন্ধ হবে। আমাদের নির্বাচনের ওয়াদা রক্ষাকল্পে আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন,পৌরসভার দশ টাকা বাদে সকল চাঁদাবাজি বন্ধ হয়েছে। নান্দাইলে নতুন ধারার সূচনা হলো।আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :