ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সিনেমার স্টাইলে তিন ভাইকে এলোপাথাড়ি ভাবে কুপিয়েছে প্রতিপক্ষ।
এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে। আহতরা হলেন- কাওসার মাতুব্বর ওরফে আদম কাউসার (৫৫), জাকারিয়া মাতুব্বর (৪৫) ও ভাতিজা অহিদ মাতুব্বর (৪০)।
এদের বাড়ি ছোটখারদিয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট খারদিয়া গ্রামে দুটি দল রয়েছে। একটি দলের নেতৃত্ব দেন আদম কাওসার ও অন্য দলের নেতৃত্ব দেন তার নামও কাওসার মাতুব্বর। এরা উভয় দলই নিক্সন চৌধুরীর সমর্থক। এদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে।
গত আট মাস পূর্বে ধানকাটা নিয়ে আদম কাওসার দলের আলমগীর মাতুব্বর নামের একজন প্রতিপক্ষের হাতে খুন হন। এরপর থেকে একদল গ্রাম ছাড়া ছিলেন বেশ কিছুদিন। তারা জামিনে এসে আবার চাঙ্গা হয়ে ওঠে। এইবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন একপক্ষ কাওসার মাতুব্বরের দলের পান্না মোল্লা খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। এদের দেখ দেখায় আদম কাওসার গ্রুপরাও বুধবার সন্ধায় খিচুড়ির আয়োজন করেন। এনিয়ে তাদের মাঝে বিরোধ চলতে থাকে। আদম কাওসার ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে ফিরলে প্রতিপক্ষ কাওসার মাতুব্বরের দলের পান্না মোল্লা তার লোকজন নিয়ে আদম কাওসারের উপর আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় এ সময় তার ভাই জাকারিয়া মাতুব্বর ও ভাতিজা অহিদ এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে। এরা সিনেমা স্টাইলে আদম কাওসার কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আদম কাওসারের অবস্থা সংকটাপন্ন বলে জানান তার স্বজনেরা। এ ঘটনায় আদম কাওসারের ভাই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে শুক্রবার মামলা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়েই একদলকে কুপিয়েছে এঘটনায় মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। এলাকায় সংঘর্ষ ও লুটপাট এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :