পৌষের শীতে কাঁপছে ফরিদপুরের সালথা, সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় ভ্যান ও রিকশাচালকদের আয় কমে গেছে।
গতকাল সূর্য দেখা গেল ও আজ,শুক্রবার (১২ জানুয়ারি) সারা দেনিও দেখা মেলেনি সূর্যের। তবে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকছে। বিকালের পর থেকে শীতের মাত্রা বাড়ছে। সন্ধ্যার পর বাজার-ঘাট হয়ে যাচ্ছে জনশূন্য ।
এদিকে সরজমিনে গিয়ে দেখা যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের কৃষক সৈয়দ আলী মোল্লা বলেন, শুক্রবার সকালে পিয়াজ আবাদকৃত জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এতো কুয়াশা আর ঠাণ্ডা বাতাস যে, কাজ করাই কঠিন হয়ে গেছে।
উপজেলা সদরের ভ্যানচালকদের সাথে কথা বললে তারা বলেন,শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হতে হচ্ছে। কিন্তু মানুষ বাড়ি থেকে তেমন বের হচ্ছে না। তাই যাত্রী না পেয়ে ইনকাম কমে গেছে ।
তবে আবহাওয়া অফিস বলছে এ শীতের তীব্রতা আরো কয়েকদিন থাকতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :