কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় রোববার সকাল ৯ টায় ২য় বারের মত ফ্রি চক্ষু ক্যাম্প বিনামূল্যে ঔষধ ও ছানি অপারেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ জানুয়ারী) দুপুরে সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রসিদ চৌধুরী মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
সমাজকল্যান পরিষদের সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি,নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মোত্তাকিম জুনাইদ সাহেব জাদায়ে মাধবপুরী, শ্রীমঙ্গল নাজাত ইসলামি মার্কাসের নির্বাহী পরিচালক মাওলানা শফিউদ্দিন, সমাজে কল্যান পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আলফালাহ ইসলামি যুব সোসাইটির সভাপতি খালেদ বীন শাওকী, কমলগঞ্জ সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম,দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ প্রমূখ।
অতিথিরা পরিষদটির এরকম মহতি উদ্যোগের ভূয়সি প্রশংসা করে বলেন, রোগীর চশমা, ঔষধ,খাবার, গাড়ি ভাড়াসহ সকল খরচ সমাজকল্যান পরিষদ বহন করার মধ্য দিয়ে সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অনন্য নজির প্রতিষ্টা করছে।
কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদ সমাজ সেবার মহান ব্রতকে সামনে নিয়ে বিভিন্ন সমাজকল্যাণমুখী কাজের মধ্য দিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এসমস্ত কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় চক্ষু ক্যাম্পে বসিয়ে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চক্ষু শিবিরের কার্যক্রম শেষে বিকাল ৩টার দিকে বাস পরিবহনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন যোগ্য প্রায় ৩৮ জন রোগিকে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের প্রেরণ করা হয়। অপারেশন পরবর্তী পরিচর্যা শেষে তাদের নিজ নিজ বাসস্থানে পৌছে দেয়া হবে জানান পরিষদের সদস্যরা।
রোববার সকাল ৯ টা থেকে কার্যক্রমটি শুরু হয়ে রুগি দেখা চলে দুপুর ২ টা পর্যন্ত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :