নোয়াখালী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ৪ বিজিবি`র উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুস সাকীব খান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জেলা এনএসআই নোয়াখালী কার্যালয়ের যুগ্ম পরিচালক জনাব আবু তাহের সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রেসক্লাব প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সম্ভব হয়েছি। এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কিশোর গ্যাং ও মাদক, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে মনিটরিং কার্যক্রম জোরদার করা, ফুটপাত দখলমুক্ত করা, সিএনজি চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও লাইসেন্স বিহীন ক্লিনিক বন্ধ ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/গ.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :