শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) , বিকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ মধুপুর অঞ্চলের আয়োজনে শ্রীবরদী উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মধুপুর আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
৮নং খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহম্মেদ, টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শামছুল আলম, লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আল রশিদ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকা ব্যবস্থাপক মো. মিনারুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আতাহার আলী প্রমুখ।
পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জায়গায় কম্বল বিতরণের কথা জানিয়ে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, তাই এই তীব্র শীতে দুঃস্থ মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :