খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া নামক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গুইমারা উপজেলা প্রশাসন সদর ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম চৌধুরী পাড়া নামক এলাকার দুই একর জায়গার প্রায় দশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেন।
এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিন ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী দৈনিক একুশে সংবাদকে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বর্তমান মূল্য দশ কোটি টাকা।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) আরিফুর আমিন দৈনিক একুশে সংবাদকে জানান, এলাকাটি প্রত্যন্ত দুর্গম হওয়াও জনসাধারণের যাতায়াত কম। তাই মাদক চাষের নিরাপদ উপযুক্ত স্হান হওয়া এ চাষ করে থাকতে পারে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :