নওগাঁর মহাদেবপুরে মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়ে পালিয়ে আত্মগোপন করেও রেহাই পাননি ডিবি পুলিশের সদস্যরা।
এসময় ভূয়া ডিবি পুলিশ সন্দেহে তাদের দুইটি মোটরসাইকেলসহ এক সোর্সকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। এসময় খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মগোপনে পালিয়ে থাকা ডিবির এস আই আবু বক্কর সিদ্দিক, এ এসআই নুরু এবং তাদের সোর্সসহ ওই মোটরসাইকেল ২ টি উদ্ধার করে।
মহাদেবপুর থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে, ডিবি`র ওসি হাসমত জানান,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামে অমল নামে এক মাদক ব্যাবসায়ী বাড়িতে অভিযানে যায় ডিবি পুলিশের সদস্যরা।
এসময় ভুয়া ডিবি পুলিশ সন্দেহে এক সোর্সসহ ডিবি পুলিশের ২ টি মোটরসাইকেল আটক করে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। তবে অভিযানে গিয়ে মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির কথা অস্বীকার করেন তিনি। তার দাবি যে,মাদকের অভয়ারণ্যে অভিযানের সময় লোকবল কম থাকায় তার টিমের সদস্যদের সাথে এমনটি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :