AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনদূর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই নিরবে নিজ বাড়িতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:০৫ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৪
জনদূর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই নিরবে নিজ বাড়িতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা এড়িয়ে  অনেকটা নীরবে নিজ বাড়ি চট্রগ্রামে পৌছলেন দক্ষিণ  এশিয়ার সবচেয়ে কনিষ্ঠ শিক্ষা মন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার  বিকালে সচিবালয়ে  অফিস শেষে বিকাল ৫ টায়  সড়ক পথে চট্টগ্রামে নিজ বাড়িতে পৌছেছেন  শিক্ষা মন্ত্রী। পূর্ণ মন্ত্রী হওয়ার পর  কখন নেতা চট্টগ্রাম ফিরবেন এবং নেতাকর্মীরা তাকে বরণ করে নিবেন এই  অপেক্ষায় ছিলেন  চট্রগ্রামের নেতাকর্মীরা।  জনদুর্ভোগ এড়াতে অনেকটা নীরবেই বৃহস্পতিবার রাত ৯ঃ৩০ চট্টগ্রামে এসে পোঁছান শিক্ষা মন্ত্রী। 

এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই মূহুর্তে আমি কোন ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি,

আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায় ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যা সমূহ সমাধানের চেষ্টা করবো। উক্ত বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। 

শিক্ষা মন্ত্রী আজ  ১৯শে জানুয়ারি  জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ পরবর্তী সর্বস্তরের জনগণ সাধারণের সাথে কুশল বিনিময় করবেন। 

  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এতথ্য জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!