AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নেতা সাদেক চৌধুরীর ১৮তম মৃত্যু বার্ষিকী


আওয়ামী লীগ নেতা সাদেক চৌধুরীর ১৮তম মৃত্যু বার্ষিকী

বিদগ্ধ রাজনীতিবিদ ও সংবেদনশীল আওয়ামীলীগ নেতার প্রয়াত সাদেক চৌধুরী মৃত্যু বার্ষিকী আজ।

শনিবার (২০ জানুয়ারি) ২০২৪ইং তারিখ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসা কবরস্থানে প্রয়াত নেতার সমাধিস্থলে ১৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তক অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেছে সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

পরে প্রয়াত সাদেক চৌধুরীর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব সরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে আয়োজিত মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পূর্ব সরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার শীলের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুরুল আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবি আব্দুর রউফ মাস্টার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, খোরশেদ হায়দার খোকন, খোরশেদ আলম সুজন, সাংবাদিক এনায়েতুর রহিম, আওয়ামীলীগ নেতা জমির হোসেন, মোঃ জসিম উদ্দীন, মোঃ হোসেন, মাওলানা রেজাউল করিম, শামসুল আলম, নুরুল ইসলাম তালুকদার, মোঃ ইউছুপ, হাশেম সওদাগর, মোঃ ইছমাইল মেম্বার, মোঃ রফু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, দিদারুল আলম খোকন,সাইফুদ্দিন আজম, শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, মোঃ আকতার, যুবলীগ নেতা ইসহাক সিকদার রিপন, মজিম আল দিন, ওবাইদুল্লাহ চৌধুরী, সাইফুল্লাহ চৌধুরী, মোঃ মুবিন, মোঃ ফরহাদ, মোঃ সেলিম, মোঃ নেজাম, মুসলিম উদ্দিন টিপু, মোঃ শোয়েব, মোঃ মিরাজ, ছাত্রলীগ নেতা আলী শাহ্, আরিফুল ইসলাম সারেক, আরকান, আরমান প্রমুখ।

উল্লেখ্য, তিনি শুক্রবার (১১ জানুয়ারি) ২০০৬ইং তারিখে নগরীর বহদ্দারহাট মোড়ে সড়ক দুর্ঘটনায় ৫১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

তিনি ১৯৫৫ সালে ৪ঠা জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা প্রয়াত ওবাইদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা মুক্তযোদ্ধা ও আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক। তিনি ১৯৯৬ ও ২০০১ ইং সাল চট্টগ্রাম রাঙ্গুনিয়া ৭ আসন হতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়াও তিনি রাঙ্গুনিয়া থানা ছাত্রলীগ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সবশেষ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রয়াত নেতার স্মরণসভায় স্মৃতিচারণ করে সাংবাদিক এনায়েতুর রহিম বলেন, "আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সরফভাটা স্কুলে ছাত্রলীগের সভাপতি ছিলাম তখন রাজনীতিবিদ হাফেজ মোহাম্মদ শরীফ, কাজী মোহাম্মদ জসিম এর মাধ্যমে কাকতালীয়ভাবে সাদেক ভাইয়ের সাথে পরিচয় হয়। সাদেক চৌধুরী একটি রাজনৈতিক যাঞ্চায়েতক এবং সমৃদ্ধ রাজনৈতিক অধ্যায়ের নাম। আমার মন বিবেচনায় মনে হয়, সাদেক চৌধুরী জীবনের অনেক ইতিবাচক দিকই আজকের প্রজন্ম ও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেখার একটি অধ্যায়। এই কিংবদন্তি পুরো রাঙ্গুনিয়ার জনপদে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তার বর্ণাঢ্য কর্মময় জীবন, সাধারণ মানুষের সাথে তার অনুরাগ ভালবাসা, কমিটমেন্টের কারণে ইতিহাসের পাতায় তিনি এখন জীবন্ত কিংবদন্তি।

তিনি আরো বলেন, সাদেক ভাই আমাদের মাঝে বেঁচে নেই। সমৃদ্ধ আধুনিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠার তাঁর সারা জীবনের স্বপ্ন ছিল। মাত্র ১৫ বছরে পিছিয়ে পড়া রাঙ্গুনিয়াকে আধুনিক রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তোলে তাঁর স্বপ্নের বাস্তবায়ন ও আশা আকাঙ্খা প্রতিফলন ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!