সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাকসা গ্রামে সিমেন্ট ও সিলিকন বালু দিয়ে তৈরী ব্লক ইটে বসত ঘর নির্মাণ করা হচ্ছে। এলাকায় প্রথম গ্রামটির বসতি লিটন আলী ব্লক ইটে বসত ঘর নির্মাণ করছেন।
উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের লিটন আলী প্রায় ছয় বছর মরিশাসে ছিলেন। তিনি সেখানে রাজমিস্ত্রী পেশায় কাজ করেছেন। সেখানে তিনি সিমেন্ট ও বালু মিশিয়ে তৈরী ব্লক ইটে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ করেছেন। এখন বাড়ীতে থেকে গরু খামার করেছেন। বগুড়া থেকে ব্লক ইট এনে বসত ঘর নির্মাণ করাচ্ছেন। এলাকার রাজমিস্ত্রী ঘর নির্মাণের কাজ করছেন। প্রতিবেদককে লিটন আলী আরো বলেন ব্লক ইটে ঘর তৈরীতে খরচ কম হয়।
এছাড়া দেখতে বেশ সুন্দর লাগে। বসত ঘর নির্মাণে রাজমিস্ত্রী মোহন মিয়া বলেন তারা প্রথম ব্লক ইটে বসত ঘর নির্মাণ কাজ করছেন। তারা বসত ঘরটি নির্মাণে সময় বেশী লাগলেও দেয়াল গাথুনির কাজ বেশ মনোযোগ দিয়ে নিখুতভাবে করছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :