AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শৈত্যপ্রবাহের মাঝে ভাঙ্গুড়ায় সূর্যের দেখায় মানুষের স্বস্তি


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
০৩:৫৬ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৪
শৈত্যপ্রবাহের মাঝে ভাঙ্গুড়ায় সূর্যের দেখায় মানুষের স্বস্তি

গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পাবনায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমশীতল বাতাস, গুড়ি গুড়ি কুয়াশা আর কনকনে ঠান্ডায় কমেছে তাপমাত্রা। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১ ডিগ্রিতে উঠানামা করছে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে ভাঙ্গুড়া উপজেলায় সকাল থেকে সূর্যের দেখা মেলে। সকাল ৮টা থেকে কুয়াশা ভেদ করে সূর্যের আলো জনপদে পড়তে শুরু করেছে। সূর্যের দেখা মেলায় জনমনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। জড়তা ছেড়ে মানুষ প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বের হচ্ছেন। কয়েকদিন পর সূর্যালোকের উত্তাপ ছড়িয়ে পড়ায় মানুষের মাঝে যেন উৎসবের আমেজ দেখা দিয়েছে।

উপজেলার মন্ডতোষ ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা সবুজ হোসেন বলেন, ‘গতকালও কুয়াশার দাপট ছিল। ঠান্ডায় মানুষ জড়সড় হয়ে পড়েছিল। আজ সকাল থেকে রোদ। মানুষ রোদ পোহাচ্ছে, অনেকে আনন্দে কাজে ছুটছে। মনে হচ্ছে উৎসবের আমেজ।’ 

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক একুশে সংবাদ. কমকে জানান, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি ও রোববার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আরও দুই-একদিন এ অবস্থা বিরাজ করতে পারে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!