মাদককে জিরো টলারেন্সে আনতে হলে আমাদের সবার সদাচ্ছা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মাদক বিরোধী সেমিনারে এ কথা বলেন, ঝিনাইদহ- ৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সালাহ উদ্দিন মিয়াজী।
তিনি বলেন,আমরা সবাই জানি এ এলাকার মাদকের ব্যবসায়ী কারা,গড ফাদার কারা,কারিয়ার করেন কারা। তাদের নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি,ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ,
মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মাদক নয়,মৃত্যু নয়, মাদক মুক্ত মৃত্যু জীবন চাই। এই প্রতিপাদ্যে মঙ্গলবার কোটচাঁদপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :