AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৬:০৮ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৪
মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

অবৈধ ভাবে গড়ে ওঠা ইট ভাটায় অ‌ভিযান চা‌লি‌য়ে‌ছে মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপর পর্যন্ত উপ‌জেলার বেতমোড় রাজপাড়া ও বড়মাছুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন‌টি ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা একই সাথে অবৈধ ইটের পাজা বিনষ্ট করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিট্রেট মো. শৈকত রায়হান থানা পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মী‌দের সহ‌যো‌গিতায় অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে ইট প্রস্তত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রন আইনে অভিযুক্ত করে ভাটার মা‌লিক মোস্তাফিজুর রহমানকে দুইলাখ, মো. শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম বলেন,পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভিন্ন তিন‌টি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়। জন স্বার্থে মোবাইল কোর্ট চলমান অব‌্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!