রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের মাঝে ভূর্তুকি মূল্যে টিসিবির মালামাল বিক্রি মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
রোববার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের ৬ হাজার ৪শ ৬৪জন টিসিবির কার্ডধারীদের মাঝে (প্যাকেজ) ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার তেল ভূর্তুকি মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজের মূল্য ধরা হয় ৪৭০ টাকা। টিসিবি`র পণ্য বিক্রির অনুমোদিত পরিবেশকরা যেন কোন প্রকার অনিয়ম করতে না পারে সেই দিকে নজর রাখতে এ মনিটরিং করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন সরকারের ভূর্তুকি মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রির কোন রকম অনিয়ম পাওয়া গেলে অনুমোদিত পরিবেশকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :